তৌফিকুল আম্বিয়া টিপু:
প্রতি বছরের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে গত শনিবার বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ২ জুলাই, সকাল ১০ টায় কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যনচেষ্টার সিটির রবার্টসন স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাক এর সভাপতি নুরুল আলম।
উদ্বোধনী অনুষ্টানে বাক এর সভাপতি নুরুল আলম বলেন, এই ক্রিকেট টুর্নামেন্ট গতানুগতিক ভাবে বাক এর ঐতিহ্য বহন করে আসছে। তিনি অংশগ্রহনকারী সকল দলকে অভিনন্দন জানিয়ে বাক এর এই টুর্নামেন্টকে বেগবান করার আহ্ববান জানান।
টুর্নামেন্ট কমিটির কনভেনর ইন্জিনিয়ার আমির উজ্জামান টুটুল, ক্রিকেটের প্রতি তরুণদের এগিয়ে আসার আহ্ববান জানিয়ে বলেন তোমাদেরকেই দায়ীত্ব নিয়ে এই খেলা সকলের সাথে বন্ধুত্বপুর্ন সম্পর্ক বজায় রেখে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরাই ক্রিকেট তথা আমাদের ভবিষ্যত। তিনি সকল খেলোয়াড়কে মাঠে সব ধরনের শৃংখলা বজায় রাখার অনুরোধ করে বাক আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টকে মর্যাদার সাথে এগিয়ে নিয়ে যাবার আহ্ববান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাক এর সহ সভাপতি তারেক আম্বিয়া, বাক এর উপদেষ্টা মইনুল হক চৌধুরী হেলাল, গেইম সেক্রেটারি এবি সিদ্দিকি, সহকারী গেইম সেক্রেটারি হামজা কোরেশি, টুর্নামেন্ট কমিটির মেম্বার সচিব সাব্বির রনি প্রমুখ। বক্তারা অংশগ্রহনকারী সকল দলকে অভিনন্দন জানিয়ে টুর্নামেন্ট সহ তাদের সবার জন্য শুভকামনা করেন।
অনুষ্ঠানে উপস্হিত থেকে সার্বিক সহযোগিতা করেন, টুর্নামেন্ট কমিটির জয়েন্ট কনভেনর ও এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ইউ,এস বাংলা বার্তার সত্বাধীকারী এবং সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু, বাক এর সাবেক ক্রীড়া সম্পাদক শাহেদুর রহমান দিপু, বাক এর বিজ্ঞ উপদেষ্টা ও ক্রীড়াপ্রেমী ডেভিড স্বপন রোজারিও, সহ সভাপতি মোহাম্মদ এ হাশেম, বাক এর যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, গনসংযোগ সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধক্ষ এম রহমান রাজু, ছাড়ও আরও ছিলেন জালালাবাদ এসোসিয়েসন এর প্রাক্তন সাধারন সম্পাদক আহম্মেদ জিল্লু, টুর্নামেন্ট কমিটির সদস্য রায়হান আজাদ রনি, একরামুল হক, এলডার মাইকেল শাহ, আশিকুর রহমান, ইন্জিনিয়ার মইনুল ইসলাম, ক্রিকেটার শোয়েব, সহ আরও অনেকে।
খেলার মধ্য বিরতির পর পরবর্তিতে এসে বাক এর জনপ্রিয় তরুন সাধারন সম্পাদক এবং সকলের প্রিয় মুখ, হুমায়ন আহম্মেদ চৌধুরী খেলার বাকী অংশ সচারুভাবে সোস্যাল মিডিয়ায় প্রচারসহ বাকী অনুষ্ঠানটি পরিচালনা করেন।
কানেকটিকাটের পাচটি দলকে নিয়ে সিঙ্গেল লীগ পদ্ধতিতে এ খেলা অনুষ্ঠিত হবে। লিগ পর্বে শীর্ষস্থান অধিকারী চারটি দল নিয়ে এলিমিনেটর বা সেমি ফাইনাল পর্ব শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩১ সে জুলাই।
শনিবারের উদ্বোধনি খেলায় অংশগ্রহন করে বেঙ্গল ক্রিকেট ক্লাব (BCC) এবং মিডলটাউন স্পোর্টিং ক্লাব (MSC)।
খেলায় টসে জিতে বেঙ্গল ক্রিকেট ক্লাব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে মিডলটাউন স্পোর্টিং ক্লাব ১৮.২ ওভারে ১০ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে। জবাবে বেঙ্গল ক্রিকেট ক্লাব ১৭.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
মিডলটাউন এর সাঈদ নাকভি সর্বোচ্চ পাঁচটি ৬ এর মাধ্যমে ৪২ রান করেন। বেঙ্গল ক্রিকেট ক্লাব এর পক্ষে ফয়জুল করিম মাত্র ১১ রান দিয়ে ২ টা মেইডেন সহ ৩ টি উইকেট নেন।
প্রথম খেলায় আম্পায়ার ছিলেন, দীর্ঘদিনের পরিক্ষিত এবং অভিজ্ঞ আম্পায়ার ক্রিকেটপ্রেমী ইন্জিনিয়ার আমির উজ্জামান টুটুল এবং তাকে লেগ আম্পায়ার হিসাবে সহযোগিতা করেন একরামুল হক এবং হাবিবুর রহমান হাবিব।
স্কোরিং এ ছিলেন, স্পোর্টস সেক্রেটারি এবি সিদ্দিকি এবং তাকে সহযোগিতা করেন ইন্জিনিয়ার মইনুল ইসলাম এবং শোয়েব শেখ।